এক টুকরো বরফেই হবে সমাধান, গরমে ত্বকের যত্নে জানুন আইস কিউবের ম্যাজিক
রোদে বেরিয়ে ত্বকে জ্বালাভাব, লালচে দাগ, র‍্যাশ দেখা যায়, এই অবস্থায় বরফ ঘষলে আরাম পাওয়া যায়
প্রতিদিন বাইরে থেকে ফিরে ভালো করে মুখ ধুয়ে এক টুকরো বরফ হালকা করে লাগিয়ে নিন, এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে
বরফ ত্বককে শীতল রাখে এবং জ্বালাভাব কমাতে সাহায্য করে
এছাড়াও মুখে বরফ ঘষলে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হয়, এতে ত্বকে অক্সিজেনের মাত্রা বাড়ে
গরমে ত্বকে তেলতেলে ভাব বেড়ে যায়, বরফ লাগালে এই সমস্যাও কমে, একইসঙ্গে ব্রনর সমস্যাও এড়ানো যায়
বরফের সাহায্যে ব্রনর ব্যথা, ফোলাভাব কমে যায়, এতে ডার্ক সার্কেলও দূর হয়ে যায়
অনেক সময় চোখের নিচে অতিরিক্ত তরল যাওয়ার কারণে চোখ ফোলা দেখায়, ফোলাভাব দূর করতে আইসকিউব কার্যকরী
রিংকেল কমাতে সাহায্য করে, মুখের চামড়া কুঁচকে যাওয়া নিয়ন্ত্রণ করতেও বরফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
তাই গরমে ত্বকের যত্নে বরফকে বাদ দেবেন না