পয়লা বৈশাখে সাজুন জামদানি শাড়িতে
আর হাতে মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপর সুন্দর করে সেজে উদযাপন করবেন ওই বিশেষ দিনটির
পয়লা বৈশাখ মানেই সাবেকি লাল-সাদা জামদানি শাড়ি, তবে এখন লাল-সাদার পাশাপাশি চলে বিভিন্ন রঙ জামদানি
পয়লা বৈশাখের আগেই বাজারে ছেয়ে গিয়েছে নানারকম লিনেন, সুতি, জামদানি শাড়িতে জামদানি শাড়ি কিন্তু এখন বেশ ট্রেন্ডিং
এই শাড়ি সাধারণত খুবই পাতলা হয়, বলা যায় শাড়ি যত ভালো, ততই পাতলা