অফিস, শপিং মলের শৌচালয় ব্যবহার করেন? সাবধান!
এর থেকে ছড়াতে পারে মূত্রনালির সংক্রমণ
সংক্রমণ রুখতে যা যা করবেন
আঁটসাঁট অন্তর্বাস পরা, অপরিচ্ছন্নতা, প্রস্রাব চেপে রাখা, কৃমির সমস্যাও কিন্তু প্রস্রাব সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে
শৌচাগারে কমোড ব্যবহারের আগে জীবাণুনাশক স্প্রে ছড়িয়ে নিন উপরে, ফ্লাশ করুন, তারপর ব্যবহার করুন
শৌচাগারে গেলে স্যানিটাইজার ব্যবহার করা আবশ্যিক, বিশেষ করে কমোড ব্যবহারের পরে, সম্ভব হলে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিন
শৌচালয়ে গিয়ে কল চালাতে, ফ্লাশ করতে অথবা দরজার হাতল ধরার হলে টিস্যু-কাগজ দিয়ে ধরুন