খোলা জায়গায় রাখলে খুব দ্রুত জেল্লা হারাতে থাকে রুপো। তা সে গয়নাই হোক বা রুপোর বাসন
কিন্তু চকচকে না থাকলে রুপোর গয়না পরতেও ভাল লাগে না। তাই নিয়মিত পরিষ্কার করতে হয় রুপোর সব জিনিস
তবে রুপোর চকচকে ভাব ফিরিয়ে আনতে, অনেকেই সোনার দোকানে পালিশ বা পরিষ্কার করান
কিন্তু জানেন কি, বাড়িতেই আপনি রুপোর গয়না ও বাসনের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারবেন
এক লিটার জলে এক চা চামচ বেকিং সোডা দিন, তারপর এই জলে রুপোর বাসন বা গয়না রাখুন
এরপর ফয়েল পেপার দিয়ে ঘষে নিন, দেখবেন আপনার রুপোর পাত্র এবং গয়না চকচক করছে
ডিটারজেন্ট জলে গয়না বা বাসন ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন, এতে ভিনিগারও যোগ করতে পারেন
বাসন বা গয়নাতে টমেটো সস দিন এবং ব্রাশ দিয়ে ঘষুন, টমেটো সসের পরিবর্তে টুথপেস্টও ব্যবহার করতে পারেন
হ্যান্ড স্যানিটাইজারে রুপোর গয়না ও বাসন ভিজিয়ে রাখার পর তা ঘষলেও উজ্জ্বলতা ফিরে আসে