গরমে বাইরেও যেমন তাপ, তেমনই ঘরে টেকাও মুশকিল, যাদের ঘরে এসি নেই তারা সারাদিন ফ্যান চালিয়েও স্বস্তি পান না
গরমে ঠাণ্ডা রাখতে বেশ কিছু বিষয় মাথায় রাখা জরুরি, তাহলেই এসি ছাড়াই গরমে ঘর ঠাণ্ডা রাখতে পারবেন
ঘরে দুই লেয়ারের পর্দা ব্যবহার করুন, এতে ঘরে সূর্যের তাপ ঢুকবে না। আবার সূর্যের তীব্রতা বাড়তে শুরু করলে দুটো পর্দাই টেনে দিন, এতে ঘর ঠাণ্ডা থাকবে
বেডরুমের ল্যাপটপ বা কম্পিউটার চালু করে রাখবেন না, এতে ঘর গরম হয়ে যায়
ফোন চার্জ হয়ে গেলে সুইচ অফ করে রাখুন, পড়াশোনার জন্য এলইডি লাইট ব্যবহার করুন
লিলেন বা সুতির বেডশিট ব্যবহার করুন, খুব গাঢ় রং বা ভারী কাপড়ের বদলে প্যাস্টেল শেডের চাদর বেছে নিতে পারেন
ছাদে শেড লাগাতে খুব ভালো হয়, শেড না থাকলে দুপুরের দিকে সিলিং ফ্যানের বদলে টেবিল ফ্যান ব্যবহার করুন
বাটিতে বরফের কিছু টুকরো টেবিল ফ্যানের সামনে রেখে চালান, এতে ঘর বেশ ঠাণ্ডা হবে
ঘরে ইনডোর প্ল্যান্ট লাগান, অ্যালোভেরা, বস্টন, ফার্ণ, উইপিং ফিগ, অ্যারিকা পাম গাছ রাখলে ঘর ঠাণ্ডা থাকবে