নিয়মিত কাঁচা হলুদ সেবন শুধু স্কিন নয়, হার্টও ভাল থাকে
কাঁচা হলুদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেলে তার গুন অপরিহার্য বলে জানান চিকিৎসকেরা, রোগ প্রতিরোধ করতে সক্ষম হলুদ
ক্যানসার প্রতিরোধ করতে হলুদের গুন অপরিহার্য
কোলেস্টরল কমাতে, রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে কাঁচা হলুদ
নিয়মিত হলুদ খেলে হার্ট ব্লকেজ দূর হতে পারে, স্কিনের তারুণ্য ধরে রাখতে খেতে পারেন হদুল
ব্রেন ভাল রাখে এবং হজম করতে সাহায্য করে হলুদ