দাঁতে ব্যথা হল এমন এক সমস্যা যা সহ্য করা যায়না একেবারেই। না খাবার খাওয়া যায়, না শুয়ে দু'দণ্ড বিশ্রাম নেওয়া যায়
যেকোনও সময়ে চিকিৎসকের কাছে যাওয়ারও কোনও উপায় থাকে না, সেক্ষেত্রে ঘরোয়া কিছু উপায়ে মেনে চললে ঘরে বসেই আরাম মিলতে পারে
দাঁতে ব্যথা কমানোর সহজতম উপায় নুন জল দিয়ে গার্গল, দাঁতের মধ্যে আটকে থাকা খাবারের কণা বের করে দাঁতের যত্ন নিতে সাহায্য করে এই প্রাকৃতিক জীবাণুনাশক
দাঁতের ব্যথায় কোল্ড কম্প্রেস করলে সেই জায়গার রক্তনালী সংকুচিত হয়ে ওঠে, ফলে দাঁতের ব্যথা অনেকটা কম হয়
আইস প্যাকে তোয়ালে জড়িয়ে মাড়ির কাছে ধরলেও দাঁতের ব্যথা থেকে আরাম পাওয়া যায়
লবঙ্গ তেল দাঁতের ব্যথা উপশমে দারুণ কাজ করে, এর জন্য লবঙ্গ তেলের পাশাপাশি ক্যারিয়ার তেল প্রয়োজন
প্রদাহজনিত যেকোনও সমস্যা এড়াতে লবঙ্গ তেল উপকারী, সামান্য ক্যারিয়ার তেলের সঙ্গে একই পরিমাণ লবঙ্গ তেল মিশিয়ে ব্যবহার করতে হবে
দাঁতে ব্যথার জন্য দায়ী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে অ্যান্টিব্যাকটেরিয়া এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট সমৃদ্ধ থাইম
পেয়ারা পাতা ধুয়ে চিবিয়ে দেখতে পারেন, এছাড়াও পেয়ারা পাতা গুঁড়ো করে গরম জলে মিশিয়ে মাউথওয়াশ হিসেবে ব্যবহার করতে পারেন
দাঁতের ব্যথা থেকে রক্ষা পেতে রসুনের কোয়া পেস্ট করে আক্রান্ত স্থানে লাগিয়ে নিন, এতে ব্যথা থেকে অনেকটা আরাম পাওয়া যাবে
বিভিন্ন ঘরোয়া উপায় মেনেও যদি দেখেন দাঁতে ব্যথা কমছে না, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে
বিভিন্ন ঘরোয়া উপায় মেনেও যদি দেখেন দাঁতে ব্যথা কমছে না, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে