পরিবর্তিত আবহাওয়ায় জ্বর হওয়া স্বাভাবিক। কিন্তু সেই জোর একটানা ৩- দিন থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
কোনও বাচ্চা অ্যডিনোভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে হঠাৎ করেই শ্বাসকষ্টের মতো কিছু পরিক্রিয়া দেখা যাবে তার শরীরে
হঠাৎকরেই অক্সিজেন লেভেল পরে যাওয়া
শ্বাসকষ্টের ফলে পাঁজর ঢুকে যাওয়া
প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ অ্যডিনোভাইরাসে লক্ষণ
প্রবল ডায়ারিয়া