ত্বকের নানা সমস্যা দূর হবে কীভাবে? 'ব্যবহার' করুন পাকা পেঁপে
পাকা পেঁপের ম্যাজিকে ত্বকে ফিরবে জেল্লা
সপ্তাহে ৩ থেকে ৪ বার পেঁপের নরম পাকা অংশ পেস্ট করে মুখে, ঘাড়ে, হাতে এবং পায়ে ভালো করে মেখে কিছুক্ষণ রাখুন
শুকিয়ে গেলে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন, ত্বকের জেল্লা ফেরাতে দারুণ কাজ করবে এই পাকা পেঁপে
একটি পাতিলেবুর রসের সঙ্গে হাফ কাপ পাকা পেঁপে চটকে ফেসপ্যাকটি মুখে ব্রাশের সাহায্যে ভালো ভাবে লাগিয়ে নিন, ৩০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন