যখন বিয়ে বা উৎসবের জন্য বিশেষ কিছু উপহার দেওয়ার কথা আসে, তখন আমরা সর্বদা সোনার দিকে তাকাই
আর বেশিরবাগ বাঙালি মেয়েদের কাছেই সোনার গহনা মানে আবেগ, তবে সোনা কিনতে গিয়ে অনেকেই ভয় পান
কারন, অনেকেই গ্রাহকদের নকল সোনার গয়না বিক্রি করে ঠকায়, এর সাধারণ কারণ হল ভারত বিশ্বের বৃহত্তম সোনা ব্যবহারকারী
কিন্তু জানেন কি এমন কিছু উপায় রয়েছে, যার দ্বারা সহজেই খাঁটি সোনা চেনা সম্ভব
সোনা কেনার সময় সবসময় বিআইএস-এর চিহ্ন দেখে কিনবেন
সোনার হলমার্ক যদি ৩৭৫ শতাংশ হয়, তবে তা ৩৭.৫ শতাংশ খাঁটি
সোনার উপর একটু আঁচড় দিন, তাতে রঙের কোনও পরিবর্তন না হয়, তাহলে বুঝবেন সোনা আসল
সোনার উপর সামান্য ভিনিগার ঢেলে দেখুন, যদি সোনা আসল হয়, তাহলে কোনও প্রভাব পড়বে না