সারা বছর তৈলাক্ত ত্বকের হাজারটা সমস্যা লেগেই থাকে, সারাক্ষণ তেল তেলে ভাব, কালো প্যাক আর এর সঙ্গে ব্রণ
এই সকল সমস্যা নিয়ে নাজেরহাল অবস্থা হয় অনেকেরই, হাজার চেষ্টা করেও সহজে সমস্যা থেকে মুক্তি মেলে না
কিন্তু যাঁরা তৈলাক্ত ত্বক নিয়ে নাজেহাল, তাঁরা বিভিন্ন সমস্যা রোধে মুলতানি মাটির উপর ভরসা রাখতে পারেন
মুলতানি মাটি ত্বকের তেল শোষণ করতে কার্যকরী, এছাড়াও ব্রন, পিম্পল, অসম স্কিনটোন দূর করতেও এটি সক্ষম
মুলতানি মাটি ওপেন পোরস ও ব্ল্যাকহেডসের সমস্যা দূর করে
গোলাপজলের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে সপ্তাহে দুবার ব্যবহার করলে ত্বকের তৈলাক্ত ভাব কমে যাবে
এছাড়া প্রাকৃতিক স্ক্রাবার হিসেবেও মুলতানি মাটির ব্যবহার রয়েছে, সামান্য মধু ও আমন্ড গুঁড়া মিশিয়ে এটি ত্বকে লাগাতে হবে
মৃত কোষ দূর করে ত্বক এক্সফোলিয়েট করতে ওটমিলের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ব্যবহার করা যায়