ভিটামিন-ই কিন্তু খুব উপকারী, তা আর নতুন করে বলার প্রয়োজন নেই
যেমন চুল ভালো রাখতে ভিটামিন-ই উপকারী, তেমনই ত্বকের জেল্লাও হয় চোখে পড়ার মত
নারকেলের তেলের সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিয়ে চুলে লাগান
ভিটামিন-ই স্ক্যাল্পের ফলিকল মজবুত করে এবং চুল পড়া রোধ করে
রাতে নাইট ক্রিমের সঙ্গে মিশিয়ে নিন ভিটামিন-ই ক্যাপসুলের নির্যাস, এতে ত্বক নরম থাকবে এবং মুখে বার্ধক্যের ছাপ পড়বে না
নখ অল্পতেই ভেঙে যায়, নখের উপর হলদেটে দাগ, সব দূর করবে ভিটামিন-ই
আমন্ড ওয়েলের সঙ্গে ভিটামিন-ই মিশিয়ে নখের উপর লাগান