খরচের কথা ভেবেই আমরা অনেকেই ওয়াক্সিং করতে চাই না, কিন্তু ওয়্যাক্সিং এর ফলাফল অনেক ভাল
শেভিংয়ের তুলনায় অনেকদিন পর্যন্ত স্থায়ী থাকে ওয়াক্সিং
রেজার ব্যবহার করলে চামড়া মোটা হয়ে যায়, একই সঙ্গে লোমের গ্রোথ উল্টে যায়
ত্বক নরম রাখতে ওয়্যাক্সিং ভরসা
শেভিং বার বার করলে ত্বক শুকনো হতে শুরু করে
ত্বকে কালো প্যাচ পড়ে যায়
তবু খরচ কমাতে শেভিং এর অপশন বেঁচে থাকলে মাথায় রাখবেন মাসে একবারের বেশি সেটি ব্যবহার যেন না নয়