ভারতের শেষ গ্রামের নাম 'মানা'। উত্তরাখণ্ডের এই গ্রাম ঘিরে ভ্রমণপিপাসুদের উৎসাহ তুঙ্গে।
পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামটিকে সরকারিভাবে দেশের 'শেষ গ্রামে'র তকমা দেওয়া হয়েছে।
উত্তরাখণ্ডের চামলিতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,২০০ মিটার উঁচুতে অবস্থিত মানা। বদ্রীনাথ থেকে এর দূরত্ব প্রায় ৪ কিমি।
এই গ্রামের সমস্ত চায়ের দোকান, খাবারের দোকানের নাম 'ভারতের শেষ চা স্টল', ভারতের শেষ ফুড স্টল'।
ধর্মপ্রাণরা মনে করেন, পাণ্ডবরা যখন স্বর্গে যাত্রা করেছিলেন তখন এই মানা গ্রামের মধ্য দিয়ে গিয়েছিলেন।
মানার প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোগ্রাহী। ট্র্যাক করার পক্ষে এই জায়গাটি দারুণ।
মানা ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় মে মাস থেকে নভেম্বর মাসের শুরুর দিক। তুষারপাতের ফলে নভেম্বর মাস থেকেই সেখানকার রাস্তা দুর্গম হতে শুরু করে।