রাজকীয় কায়দায় ভ্যানিটি ভ্যান সাজালেন কঙ্গনা রানাওয়ত
এর জন্য খরচ করলেন প্রায় ৬৫ লক্ষ টাকা, সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সাপ্লায়ার কেতন রাভাল
কঙ্গনা নিজের বাড়িও একেবারে ট্র্যাডিশনাল কায়দায় সাজিয়েছেন, সাবেক ডিজাইনের আসবাব ব্যবহার করেছেন তিনি
কেতন জানান, ভ্যানিটি ভ্যানের ক্ষেত্রেও একই জিনিস চাইছিলেন কঙ্গনা, বাড়ির মতো করে ভ্যানিটি ভ্যাটের বাথরুমও সাজিয়েছেন অভিনেত্রী
কেতনের কথায়, আমরা চাইছিলাম, কঙ্গনা যাতে কাজের সময়ও বাড়িকে মিস না করেন, ওঁকে হোমলি ফিলিং দিতে চাইছিলাম