গ্যাস-অম্বল কিংবা হজম জনিত কোনও সমস্যায় চটজলজি কাজ দেয় জোয়ান
একগ্লাস ইষদুষ্ণ জলের সঙ্গে সামান্য জোয়ান চিবিয়ে নিতে পারলেই স্বস্তি পাওয়া যায় অল্প সময়ের মধ্যে
জোয়ানের জল পান করলে গ্যাস্ট্রিক, বদহজম, পেটের ব্যথা ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়
ওজন কমাতে কিন্তু জোয়ানের জুড়ি মেলা ভার, সকালে খালি পেটে জোয়ানের জল পান করলে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়
নিয়মিত গ্যাস-অম্বলের সমস্যা যদি লেগে থাকে তাহলে ওজন কমতে চাই না মোটেই, সেই সঙ্গে খাওয়ার ইচ্ছেও থাকে না
গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে জোয়ানের জল খেতে পারেন
কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমলে, গ্যাস-অম্বলের সমস্যা দূর হলেই কিন্তু ওজন কমবে তাড়াতাড়ি
জোয়ানের জল পিরিয়ডের ব্যথা থেকেও মুক্তি দেয়, যেসব মহিলাদের পিরিয়ডের সময় পেটে ব্যথা হয় তাঁদের জন্য জোয়ানের জল খুবই উপকারী
জোয়ানের জল পান করলে কাশি থেকে মুক্তি পাওয়া যায়, পাশাপাশি শ্লেষ্মা পরিষ্কার করতে সহায়ক জোয়ানের জল