চোখ শুধু মনের কথাই বলে না, স্বাস্থ্যঝুঁকি সম্পর্কেও জানান দেয়
ডাক্তারের কাছে গেলে তিনি আগে রোগীর চোখ পরীক্ষা করেন, কারণ বিভিন্ন রোগের লক্ষণ প্রকাশ পায় চোখে
অনেকেই জানেন, চোখ হলুদ হওয়া জন্ডিসের লক্ষণ, চোখ লালচে হওয়া অ্যালার্জির লক্ষণ
এমনকি ফ্যাকাশে চোখ ভিটামিনের ঘাটতিসহ নানা রোগের ইঙ্গিত দেয়। কিন্ত জানেন কী, চোখের মনির রং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানান দেয়
যাঁদের চোখের রং নীল, সবুজ বা ধূসরঙা তাঁদের চোখে একটি নির্দিষ্ট ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে। যাকে বলা হয় ইউভেল মেলানোমা
নীল চোখ ও ফর্সা ত্বকের মানুষেরা বেশি টাইপ ১ ডায়াবেটিসে ভোগেন। যে নারীদের চোখ নীল রঙের তাদের এন্ডোমেট্রিওসিসের ঝুঁকি বেশি
বাদামি বা নীল আভা চোখ যাঁদের বয়স বাড়তেই তাঁদের শ্রবণশক্তি কমে অন্যদের চেয়ে। কারণ, বাদামি চোখের মানুষের চোখ ও কানে বেশি মেলানিন থাকে
অন্যদিকে গাঢ় বাদামি চোখের মানুষের মধ্যে ছানির সমস্যা বেশি দেখা দেয়
যেসব নারীর চোখের রং গাঢ় তারা প্রসবের সময় বেশি কষ্ট পান
যাদের চোখের রং হালকা তাদের বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার ঝুঁকিও বেশি