প্রতিদিনের ব্যস্ততায় একটু হলেও আরাম করার সুযোগ করে দেয় মাইক্রোওয়েভ ওভেন নামের যন্ত্রটি
অন্তত প্রতিদিন রান্নার হাত থেকে নিষ্কৃতি মেলে, পাশাপাশি কম ঝামেলায় অনেককিছু রান্নাও করা যায়
তবে এই উপকারী যন্ত্রটিরও যত্ন প্রয়োজন, এটি নিয়মিত পরিষ্কারও করতে হবে
কিন্তু মাইক্রোওয়েভ পরিষ্কার করা নিয়ে অনেকেই মুশকিলে পড়েন, তাই জেনে নিন কিছু সহজ উপায়
শুকনো কাপড়ে ক্লিনার স্প্রে দিয়ে মুছে নিন
স্প্রের বদলে ভিজে টাওয়ালও ব্যবহার করতে পারেন
গরম জলে লেবু দিয়েও মুছে নিতে পারেন
মাইক্রোওয়েভ পরিষ্কার করতে ভিনিগারও ব্যবহার করতে পারেন
সাবান জল ও লিক্যুইড সোপও ব্যবহার করতে পারেন