শীত-গ্রীষ্ম বা বর্ষা খুশকির সমস্যা এখন বছরভর
স্ক্যাল্প শুষ্ক হলে খুশকি বাড়তে পারে, এছাড়া স্ক্যাল্পে ময়লা বসলেও খুশকি বেশি হয়
স্ক্যাল্প ও শরীরের অন্যান্য অংশে আর্দ্রতা বজায় রাখার চেষ্টা করতে হবে। খুশকি তাড়াতে খুবই কার্যকরী হল মেথি
আগের দিন রাতে এক গ্লাস জলে বড় দুচামচ মেথি ভিজিয়ে রাখুন
পরেরদিন সকালে তা ভালো করে বেটে নিয়ে স্ক্যাল্পে লাগান
মিশ্রণটি ৩০ মিনিট মাথায় রেখে তা ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে
মেথির সঙ্গে লেবুর রস মিশিয়ে শ্যাম্পু করলেও খুশকির সমস্যা অনেকটা দূর হয়