বাস্তুশাস্ত্রে কিছু নিয়ম রয়েছে এবং বিশ্বাস করা হয় যে সেগুলি না মানলে ঘরে একটা নেতিবাচক পরিবেশ তৈরি হয়
শুধু তাই নয়, এর কারণে আর্থিক ও শারীরিক সমস্যাও আমাদের জীবনকে খারাপভাবে প্রভাবিত করে
একই ভাবে এমন কিছু জিনিস রয়েছে যা সকালে ঘুম থেকে উঠে দেখা উচিত নয়
ভাঙা জিনিসের দিকে তাকাবেন না, বিশেষ করে ভাঙা ঘড়ি, এতে নেতিবাচক শক্তির প্রভাব পড়তে পারে
অনেকেই সকালে ঘুম থেকে উঠে আয়না দেখেন, এই অভ্যাস কিন্তু বিপদ ডেকে আনতে পারে
ভাঙা বাসনপত্র নেতিবাচকতা নিয়ে আসে জীবনে, সকালে ঘুম থেকে উঠে সেসবের দিকে না তাকানোই ভালো
সকালে এঁটো বাসন দেখবেন না, বাস্তু অনুসারে, রাতেই সমস্ত বাসন পরিষ্কার করে নেওয়া উচিত
সকালে ঘুম থেকে উঠে নিজের বা অন্য কারও ছায়ার দিকে তাকানো উচিত নয়
সূর্যোদয় দেখলে ছায়া পড়ে পশ্চিম দিকে, বাস্তু অনুসারে, ছায়াকে রাহুর চিহ্ন বলা হয়
ঘুম থেকে উঠে ভাঙা বা ফাটা মূর্তি দেখবেন না, কারণ এটি অশুভ বলে বিবেচিত হয়