আগামী ২২ মার্চ নতুন এই ইয়ারবাডস বাজারে প্রকাশ পেতে পারে তবে আপাতত আন্তর্জাতিক বাজারেই আসবে
এতে একটি স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকবে
এটি সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস, অর্থাৎ ঘাম এবং পানিতে এই ইয়ারবাডস নষ্ট হবে না
নাথিং ফোনের আদলে বানানো নাথিং ইয়ারবাডও বাইরে থেকে ভিতরের পরিকাঠামো দেখা যাবে
এই ডিভাইসে রয়েছে ব্লুটুথ ভি ৫.৩ সাপোর্ট, সঙ্গে রয়েছে কোয়াড মাইক
একবার চার দিলে, চার্জিং কেস সহ এই ইয়ারবাডে প্রায় ৩৫ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম বজায় থাকবে