অনেকেই বাড়িতে গাছ লাগাতে পছন্দ করেন, যত দিন যাচ্ছে রকমারি ইনডোর গাছগুলি হয়ে উঠছে ঘর সাজানোর অঙ্গ
বাস্তুশাস্ত্র অনুযায়ী, বেশ কিছু গাছ লাগালে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়, তবে সেক্ষেত্রে গাছটিকে বাড়ির সঠিক দিকে লাগাতে হবে
সঠিক নিয়ম মেনে লাগালে বিপুল অর্থ সমাগমের সম্ভাবনা, তেমনই একটি গাছ হল মানু প্ল্যান্ট
অর্থনৈতিক অবস্থা ভাল করতে ও পজিটিভিটি বাড়াতে এই গাছ অত্যন্ত কাজে লাগে বলে জানা যায় বস্তু শাস্ত্র থেকে
বাড়িতে এই গাছ থাকলে মা লক্ষ্মী চিরকাল গৃহে বসবাস করেন, ফলে সংসারে অর্থের প্রবাহ বৃদ্ধি পায়
বাস্তু মতে, দক্ষিণ-পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখা শুভ, এটি আর্থিক অবস্থার উন্নতি করে
ঘরে সুখ ও শান্তি বজায় রাখতে দড়ি বা কোনও কঞ্চির সাহায্যে মানি প্ল্যান্টকে উপরের দিকে বেঁধে রাখুন, এর ফলে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে
কিন্তু বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন, কখনও চুরি করে মানি প্ল্যান্ট লাগানো উচিত নয়, টাকা দিয়ে কেনা মানি প্ল্যান্টকে শুভ বলে মনে করা হয়