নিজের গানেই ঠুমকা লাগাতে অনিচ্ছুক রাশ্মিকা
আট থেকে আশি সকলেরই মন কেড়েছিল রাশ্মিকার সামি সামি নাচ
সোমবার সোশ্যাল মিডিয়া একটি AMA (আমাকে কিছু জিজ্ঞাসা করুন) সেশনে তাঁর ভক্তদের সঙ্গে কথা বলেন তিনি
তখন একজন ভক্ত তাঁকে প্রশ্ন করেছিলেন, তিনি পুষ্পা দ্য রাইজ-এ তাঁর বিখ্যাত গান সামি সামিতে আবারও নাচ করতে চান কিনা!
রশ্মিকা বলেন, তিনি এ গানে আর নাচতে চান না, কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত তাঁর?
রশ্মিকা লিখেছেন, আমি অনেকবার সামি সামি স্টেপ করেছি, কিন্তু, এখন আমার মনে হচ্ছে আমার যখন বয়স হবে তখন আমার পিঠে সমস্যা হবে
তবে রাশ্মিকা আরও বলেন, খুব তড়াতাড়ি বিজয়ের সঙ্গে খুব আরেকটি সিনেমায় অভিনয় করবেন