ডুয়ার্সের জঙ্গল লাগোয়া অঞ্চলে নতুন ট্যুরিস্ট ডেস্টিনেশন রাভা বস্তি
জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট জঙ্গলের পাশেই অবস্থিত একাধিক বনবস্তি
বনবস্তি এলাকাতেই তৈরি করা হয়েছে একাধিক হোম-স্টে
জঙ্গলের নিরিবিলিতে একান্তে সময় কাটাতে আছে কটেজ, সামনেই জঙ্গলের মনোরম শোভা
পর্যটক টানতে আগামী দিনে শুরু হতে পারে জঙ্গল সাফারি