দই: বলিরেখা, ব্রণ কমাতে ও রোগ-প্রতিরোধ করতে দইয়ের জুড়ি নেই
অলিভওয়েল: অলিভওয়েলের মধ্যে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড রয়েছে এটি ত্বক আর্দ্র রাখে এবং বলিরেখা কমায়
হলুদ: সুস্থ ও সুন্দর ত্বক ধরে রাখতে হলুদ বিশেষ ভূমিকা পালন করে
ডালিম: ডালিমে খুব উচ্চ মাত্রায় ভিটামিন এবং পলিফেনল রয়েছে, যা বয়সের ছাপ ও বলিরেখা দূর করে
তরমুজ: এই লাল, রসালো ফলে শুধু পানি নয়, ভিটামিন C, B6, B1 এবং লাইকোপেন রয়েছে যা ত্বকের গঠন এবং স্বাস্থ্যর সামগ্রিক উন্নতি
গাজর: গাজরে রয়েছে উচ্চ মাত্রার ভিটামিন এ এবং সি, যা বার্ধক্যের বিরুদ্ধে লড়াই করার জন্য সাহায্য করে