বিরল মুহূর্তের সাক্ষী রইল তুরস্কের ফুটবল লিগ
ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে উড়ে মাঠে পড়ল আসল হাজার হাজার পুতুল, টেডি বিয়ার
ইস্তানবুলের ভোডাফোন এরিনা স্টেডিয়ামে আচমকাই ম্যাচ বন্ধ হয়ে যায়
নানা ধরনের টেডি বিয়ারে ভরে যায় মাঠ
কিন্তু কেন এই পুতুল বৃষ্টি? তুরস্কে ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন
ঘরছাড়া লক্ষাধিক, হাজার হাজার শিশু আহত হয়েছে
সেই অনাথ হয়ে পড়া, মাথায় ছাদ হারানো অন্নহীন শিশুদের জন্যই এই উদ্যোগ