চুলের পরিচর্যায় প্রাকৃতিক উপাদান পেঁয়াজের রসের ব্যবহার নতুন নয়
পেঁয়াজের রস স্ক্যাল্পের যে কোনও ধরনের সংক্রমণ, স্ক্যাল্পবিল্ড আপ, খুশকি দূর করতে পারে
পেঁয়াজের রস দিয়ে স্ক্যাল্প ম্যাসাজ করলে মাথার ত্বকের রক্ত চলাচল ভালো হয়, ফলে চুলের গ্রোথও বৃদ্ধি হয়
পাশাপাশি পেয়াজে থাকা সালফার চুলের ঘনত্ব বাড়িয়ে দিতে সক্ষম
পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুল অকালে পেকে যাওয়া আটকাতে সক্ষম, পাশাপাশি চুলের বাইরের ফলিকলগুলিকেও রসেবসে রাখে পেঁয়াজের রস
পেঁয়াজের রস চুলের টেক্সচার উন্নত করতে সক্ষম, পেঁয়াজের রস প্রয়োগের মাধ্যমে অতিরিক্ত সালফার সরবরাহ হয়, ফলে সহজেই চুল পড়া বন্ধ হয়
পেঁয়াজ ধুয়ে টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে নিতে হবে, সেই পেস্ট এবার হাত দিয়ে চেপে চেপে রস বের করে নিন
এবার সেই রস হাতে করে বা তুলো দিয়ে স্ক্যাল্পে লাগিয়ে নিন, খুব ঘষে ঘষে লাগানোর প্রয়োজন নেই
তবে পেঁয়াজের রস সকলের জন্য স্যুট নাও করতে পারে, তাই ব্যবহার করার সময় যদি স্ক্যাল্পে অস্বস্তি হয় তাহলে বুঝতে হবে এই উপাদান আপনার জন্য নয়