বাড়ির অন্দর সাজানোর জন্য অ্যাকোরিয়ামে রঙিন মাছ রাখেন অনেকে। অনেকে আছেন যাঁরা শুধু শখের কারণে অ্যাকোরিয়াম রাখেন
আবার অনেকে আছেন ভালবেসে রঙিন মাছের সঙ্গে খেলতে ভালবাসেন। তবে এই সব ক্ষেত্রেও নাকি বাস্তুর যোগাযোগ রয়েছে
বাস্তু মেনে বাড়িতে অ্যাকোরিয়াম রাখলে সেখানকার যাবতীয় নেতিবাচক শক্তি খুব সহজেই বিলীন হয়ে যায়, বাড়িতে ছড়িয়ে পড়ে ইতিবাচক শক্তি
বাড়িতে বসার ঘরের দক্ষিণ-পশ্চিম কোনে অ্যাকোরিয়াম রাখা যেতে পারে, এমন জায়গায় অ্যাকোরিয়াম রাখতে হবে যা সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারে
বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের উত্তর-পূর্ব দিক অ্যাকোরিয়াম রাখার জন্য পারফেক্ট, এই দিকে অ্যাকোরিয়াম রাখলে বাড়িতে সুস্থতা ও সমৃদ্ধি বজায় থাকে
বাড়িতে সৌভাগ্য বজায় রাখতে চাইলে বৃত্তাকার এবং আয়তাক্ষেত্রকার অ্যাকোরিয়াম আদর্শ
যদি বাড়িতে অ্যাকোরিয়ামের স্থান সঠিক না হয় তাহলে জীবন, বাড়ি ও পরিবারে নেতিবাচক প্রভাব পড়তে পারে
অ্যাকোরিয়ামে একাধিক মাছ থাকলে যে বেশি সৌভাগ্য আর একটি মাছ থাকলে কম সৌভাগ্য তা নয়
অ্যাকোরিয়ামে যদি একটি মাছও থাকে তাহলেও বাড়িতে শান্তি বজায় থাকে
মাছের অ্যাকোরিয়াম নির্দিষ্ট সময় অন্তর পরিষ্কার করা প্রয়োজন, এর জন্য সঠিক ফিল্টার, জল পরিষ্কার ইত্যাদির দিকে নজর দিতে হবে