বর্তমানে ব্লাড সুগার এবং ডায়াবেটিসের রোগীর সংখ্যা রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে
শুধু বয়স্করাই নন, ছোটরাও এই রোগে আক্রান্ত হন, ডায়াবেটিসের অন্যতম কারণ হল অস্বাস্থ্যকর খাবার ও পানীয়
এখনমানুষ খুব অল্প বয়সের এই রোগের শিকার হচ্ছেন, যার কারণে তাদের অস্বাস্থ্যকর খাবারের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হয়
এছাড়াও সমস্যা সমাধানে মাঝে-মধ্যেই সুগার চেক করা উচিত, জেনে নিন কোন বয়সে রক্তে সুগারের মাত্রা কত হওয়া উচিত
০-৫ বছর বয়সীদের মধ্যে সুগারের মাত্রা ১১০-২০০ mg/dl থাকতে পারে
৬-১২ বছর বয়সীদের শরীরে শর্করার মাত্রা হওয়া উচিত ১০০-১৮০ mg/dl
১৩-১৮ বছর বয়সের মানুষের শরীরে সুগারের মাত্রা ৯০-১৫০ mg/dl থাকা ঠিক
৪০ বছরের পর থেকে সুগারের সমস্যা বেশি দেখা যায়, এই বয়সে খালি পেটে সুগারের মাত্রা থাকা উচিত ৯০-১৩০ mg/dl
খাওয়ার পর এই মাত্রা থাকা উচিত ১৪০-১৫০ mg/dl