হিন্দু ধর্মে তুলসী গাছকে পবিত্র বলে মনে করা হয়, প্রত্যেক বাড়ির উঠোনে বা ছাদে তুলসী গাছ থাকেই
বাস্তুমতে, তুলসী গাছে মা লক্ষ্মী বিরাজ করে, আর্থিক দুঃখ-কষ্ট দূর করার জন্য বাড়িতে তুলসী গাছ লাগানো এবং তার পুজো করা জরুরি
ধর্মীয় বিশ্বাস অনুসারে, প্রতিদিন তুলসী গাছের পুজো করা উচিত, তাতে জল দেওয়া শুভ
তবে, কিছু দিনে তুলসী গাছে জল দেওয়া অশুভ বলে মানা হয়
রবিবার তুলসী গাছে জল দেবেন না এবং গাছ স্পর্শ করবেন না, এমনকী ভুলেও এই দিন তুলসী পাতা ছিঁড়বেন না
একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না। এদিনও তুলসী গাছ স্পর্শ করতে নেই, এতে সংসারে অমঙ্গল হয়
সূর্যগ্রহণের দিনও তুলসী গাছে জল দেওয়া ঠিক নয়, এদিনও গাছ স্পর্শ করতে নেই