একদিকে সবুজ পাহাড়, ঘরের পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী
পর্যটকদের জন্য প্রাকৃতিক সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে রয়েছে এই অফবিট পর্যটন কেন্দ্র
দার্জিলিং থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে বিজনবাড়ি
বিজবাড়ির আসল আকর্ষণ হল ছোট রঙ্গিত নদী
রোদ-মেঘের লুকোচুরি দেখতে দেখতে ডুব দেওয়া যায় সুইমিং পুলে
পাথুরে পথ ধরে খানিকটা হেঁটে গেলেই পড়ে চা-বাগান, সেখানে চায়ের দোকানে বসে চায়ে চুমুক ব্যস আর কী
আবার রাতে নদীর ধারে বসে ক্যাম্প ফায়ার অথবা হোম-স্টের বারান্দায় বসে রাতের রঙ্গিতকে দেখতে মন্দ লাগবে না কিন্তু