পশ্চিম বর্ধমান: আরজি কর বানানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃমমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। উপাচার্যের এই অবিযোগ অস্বীকার টিএমসিপি-র জেলা সভাপতির। শুক্রবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের একটি বিশ্ববিদ্য়ালয়ে।
জানা গিয়েছে, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে যখন তাঁরা প্রতিষ্ঠা দিবস পালন করছিলেন ঠিক সেই সময় প্রায় ২০ থেকে ৩০ জনের মতো দুষ্কৃতী বাইরে ঝামেলা করতে থাকে। পরে আমরা যে ঘরে পালন করছিলাম ঠিক তখনই ওই দুস্কৃতীরা ঢুকে বাধা দেয়। পাশাপাশি অশিক্ষক কর্মচারীদের সঙ্গে বচসা শুরু করে। এমনকী এক মহিলা কর্মীকেও তারা হেনস্থা করেছে বলে অভিযোগ উপাচার্য়ে।
আরও পড়ুন: শিয়ালদহ-কল্যানী সীমান্ত লোকাল নিয়ে বিশেষ উদ্যোগ রেলের
এছাড়াও উপাচার্য়ের অভিযোগ, তাঁরা জয় বাংলা স্লোগান দেওয়ার পাশাপাশি আরজি কর বানিয়ে দেওয়ার হুমকিও দেন। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায় বলেন, যখনই ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান তখনই উপাচার্য বলেন বহিরাগত। পাশাপাশি আরজি কর স্লোগান প্রসঙ্গে অভিনব বলেন, এই ধরনের কোনও কথা কেউই বলেনি। এটা সম্পূর্ণ মিথ্যা।