এক ব্যক্তি এক পদ চালু হচ্ছে তৃণমূল কংগ্রেসে। কোনও নেতা একইসঙ্গে জেলা সভাপতি ও মন্ত্রী পদে থাকতে পারবেন না। আগামী এক মাসের মধ্যে সেই জায়গার জেলা সভাপতি পরিবর্তন করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আটটি জেলার জেলা সভাপতি পরিবর্তনের সম্ভাবনা প্রবল। সাংগঠনিক রদবদলে তৃণমূল কংগ্রেসে সবচেয়ে বেশি গুরুত্ব বাড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন তিনি। রাজ্য যুব সভাপতি পদে এলেন অভিনেত্রী সায়নী ঘোষ। কৃষক সংগঠনের দায়িত্ব পেলেন পূর্ণেন্দু বসু। তৃণমূল মহিলা কংগ্রেসের দায়িত্বে এলেন কাকলি ঘোষ দস্তিদার। বঙ্গ জননীর দায়িত্বে মালা রায়। আইএনটিটিইউসি রাজ্য সভাপতির দায়িত্বে এলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় আইএনটিটিইউসি সভানেত্রী হলেন দোলা সেন। দলের সাধারণ সম্পাদক হলেন কুনাল ঘোষ। সংস্কৃতি সেলের দায়িত্ব পেলেন পরিচালক রাজ চক্রবর্তী।
এই বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা, ত্রাণ নিয়ে অভিযোগ তিনি বরদাস্ত করবেন না। লাল বাতি ব্যবহার করতে পারবেন না প্রতিমন্ত্রীরা। সবাইকে স্যোশাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকতে হবে। তৃণমূল কংগ্রেসের আইটি সেলকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদে বড়সড় পরিবর্তন
Follow Us :