skip to content
Thursday, May 1, 2025
HomeCurrent Newsবাংলায় জামিন পেলেও কারাগারে দেবযানী

বাংলায় জামিন পেলেও কারাগারে দেবযানী

Follow Us :

সারদা মামলায় জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়। তিনি ছিলেন সারদা মামলার অন্যতম অভিযুক্ত। এই অর্থলগ্নি সংস্থার সেকেন্ড কমান্ড্যান্ট ছিলেন তিনি। ২০১৩ সালে কাশ্মীর থেকে গ্রেফতার করা হয় সারদা সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্ত শুরু হয়।  প্রায় ৮ বছর পর তাঁর জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

হাইকোর্ট থেকে জামিন পেলেও এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না দেবযানী। আইনজীবী সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বর ও অসমে এখনও দুটি মামলায় তিনি জেল হেফাজতেই আছেন। সেই দুটি মামলায় জামিন পাননি দেবযানী।

উল্লেখ্য, সারদা মামলায় কুণাল ঘাষ, মদন মিত্র, রজত মজুমদার ও রমেশ গান্ধীসহ বহু প্রভাবশালী জামিন পেলেও, জামিন পাননি শুধুমাত্র দেবযানী মুখোপাধ্যায় ও সুদীপ্ত সেন।  কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে, দেবযানীর আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা মামলার তদন্ত শুরু করেছিল সিবিআই। সিবিআইয়ের দায়ের করা ৩টি মামলায় অভিযুক্তরা জামিন পেয়েছে।

কুনাল ঘাষ, মদন মিত্র, রজত মজুমদার ও রমেশ গান্ধীসহ বহু প্রভাবশালীরা জামিন পেয়েছেন। শুধুমাত্র দেবযানী মুখোপাধ্যায় ও সুদীপ্ত সেন জামিন পাননি। দীর্ঘ ৮ বছর ধরে তাদের জেল হেফাজতে রাখা হয়েছে। নিম্ন আদালতে এখনও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। এরই মধ্যে সিবিআই চার্জশিট পেশ করেছে।’ তাঁর প্রশ্ন, একই অভিযোগে অভিযুক্ত কুণাল ঘোষ ও মদন মিত্র জামিন পেয়ে থাকলেও দেবযানী মুখোপাধ্যায় কেন জামিন পাবেন না?

RELATED ARTICLES

Most Popular