জলপাইগুড়ি: ডুয়ার্সের লোকালয়ে হাতির হানা অব্যাহত। আবারও হাতির হানায় মৃত্যু হল একজনের। মৃতের নাম মকসেদুল রহমান। তিনি ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্ৰাম পঞ্চায়েতের ফকতাধূরা এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সন্ধ্যার পর ধান খেতে হাতি তাণ্ডব চালায়। আর ধান খেতে হাতির তাণ্ডব রুখতে পাহারা দেন ধানচাষীরা। শুক্রবার রাতেও ধানখেত পাহারা দিচ্ছিলেন মকসেদুল। সে সময় কোনওভাবে তিনি হাতির সামনে পড়ে যান। এরপর হাতিটি তাঁকে শুড়ে তুলে আছাড় মারে। এই পরিস্থিতি দেখে স্থানীয় বাসিন্দারা চিৎকার চেঁচামেচি করলে হাতিটি সেখান থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন: নবান্ন অভিযানে কড়া নজরদারি পুলিশের
তড়িঘড়ি জখম মকসেদুল রহমানকে উদ্ধার করে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতের পরিবারকে সাহায্যের পাশাপাশি বনদফতরকে বাড়তি নজরদারির দাবি জানানো হয়েছে। এদিন সকালে মৃতের বাড়িতে যান স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত সদস্যা। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, আবেদন করলে বনদফতরের নিয়মানুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।