ময়না: বিজয়কৃষ্ণ ভুঁইয়া মৃত্যু তদন্তে অধরা অভিযুক্তদের খোঁজে এনআইএ (NIA)-র ২০০ সদস্যের ১৪টি টিম এল ময়নায়। ময়নার বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের তদন্তভার গিয়েছিল এনআইএ-র হাতে।
মঙ্গলবার সকালে ময়নায় এনআইএ (NIA)-র ২০০ সদস্যের ১৪টি দল ঢুকল ময়নায়। বিজয় ভূঁইয়া খুনে মূল যারা জড়িত ছিলেন মনোরঞ্জন হাজরা, অমিতাভ ভঞ্জ, বুদ্ধদেব মণ্ডল, স্বপন ভৌমিক এখনও অধরা। তারা কেউ গ্রেফতার হয়নি। এনআইএ ১৪ টি টিমে ভাগ হয়ে অভিযুক্তদের বাড়ি তল্লাশি করে এবং তারপরে সিল করে দেয়। পুরো প্রক্রিয়াই চলে বাচ্চা গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের সামনে।
আরও পড়ুন: ফের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক পথে নামছে জুনিয়র ডাক্তাররা
দেখুন আরও অন্যান্য খবর: