রায়না: পূর্ব বর্ধমানে নির্দিষ্ট ব্যাচের একটি বেসরকারি মিষ্টি দই প্রস্তুতকারক সংস্থার দই নিষিদ্ধ করল সরকার। পূর্ব বর্ধমানের রায়না ও মেমারিতে দিন কয়েক আগেই ওই সংস্থার মিষ্টি দই খেয়ে প্রায় ১৫০ জনের মতো মানুষ অসুস্থ হয়ে পড়েন। সকলের উপসর্গ প্রায় একই।
দিন কয়েক ধরেই খবর আসছিল পূর্ব বর্ধমানের দুই ব্লকে অনেক বাসিন্দা অসুস্থ হয়ে পড়ছেন। কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, মিষ্টি দই থেকে সংক্রমণ ছড়িয়েছে। এর জেরেই পূর্ব বর্ধমানে নির্দিষ্ট ব্যাচের ওই সংস্থার মিষ্টি দই নিষিদ্ধ করল জেলা প্রশাসন।
আরও পড়ুন: তারাদের দেশে বিশিষ্ট সঙ্গীতশিল্পী রশিদ খান
জানা গিয়েছে, রায়না ও মেমারিতে দিন কয়েক আগেই পেটে ব্যথা, বমির মতো উপসর্গ নিয়ে প্রায় দেড়শ জনের মতো মানুষ অসুস্থ হয়ে পড়েন। কী থেকে একসঙ্গে এতজন এভাবে অসুস্থ হয়ে পড়লেন, তা অনুসন্ধান করতে স্বাস্থ্য দফতরের থেকে বিশেষ মেডিক্যাল দল পাঠানো হয় জেলায়।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, খাবারে বিষক্রিয়া থেকেই এহেন অসুস্থতার ঘটনা ঘটেছে। খাবারের সব নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয় পরীক্ষা করার জন্য। রিপোর্ট হাতে আসতেই জানা যায়, দই জাতীয় কোনও খাবার থেকেই বিষক্রিয়া ঘটেছে। প্রাথমিক তদন্ত করে মেডিক্যাল টিম জানতে পারে, রায়না ও মেমারিতে যেসব মানুষ অসুস্থ হয়েছেন তাঁরা সকলেই কোনও অনুষ্ঠানে খেতে গিয়েছিলেন। সেখানে ওই সংস্থার মিষ্টি দই খাওয়ানো হয়েছিল। সেই দইয়ের নমুনাতেই ব্যাক্টেরিয়ার সন্ধান মিলেছে। আর এই সব দই একটি নির্দিষ্ট ব্যাচের।
দেখুন আরও অন্যান্য খবর: