ধূপগুড়ি: প্রতিবেশী দাদু এবং নাতনির ঝুলন্ত দেহ মিলল বৃদ্ধের বাড়ির উঠোনে। জানা গিয়েছে, ধূপগুড়ির ৮ নম্বর ওয়ার্ডে ১৯ বছরের মেয়ের সঙ্গে প্রতিবেশী ৬৫ বছরের বৃদ্ধের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ কয়েক বছর থেকে ধরেই এই সম্পর্ক চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শনিবার ওই দুজনের ঝুলন্ত মৃতদেহ দেখে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃত যবুতীর মা বলেন, তিন দিন আগে ওই বৃদ্ধার বাড়িতে মেয়ে চলে যান। সেখান থেকে তাঁরা মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। তাঁকে অনেক বোঝানো হয়েছিল। কিন্তু ফের ওই দুইজন বাড়ি থেকে চলে যায়। এরপর শনিবার ভোর ৪টে নাগাদ বৃদ্ধের বাড়ির উঠোনে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ দুটি উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: গত ১২ মাস এখনও পর্যন্ত রেকর্ড উষ্ণতম সময়, বলছে সমীক্ষা
এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মেয়েটি একাদশ শ্রেণিতে পড়ত বলেই জানা গিয়েছে। এই ঘটনায় দুটি পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।