হুগলি: ফের শুট আউট রাজ্যে। বুধবার রাতে মগরায় গুলিবিদ্ধ দু’জন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম দুই ব্যক্তির না বিশ্বজিৎ দে(৪০) ও মইদূল ইসলাম(৩০)। ইতিমধ্যে দু’জনকেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বিশ্বজিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মগড়া থানার নাকসা মোরের কাছে গতকাল রাত দেড়টা নাগাদ দুজন বাইক নিয়ে মগড়ার দিকে যাচ্ছিলেন। পিছন থেকে একটি চার চাকা গাড়ি তাঁদের ফলো করে বলে অভিযোগ। এরপর নাকসা মোর ছাড়িয়ে যেতেই তাঁদেরকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করা হয়ে বলে অভিযোগ। বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। মইদূলের থাইয়ে গুলি লাগে। বিশ্বজিতের হাতে ও পেটে গুলি লাগে বলে জানা গিয়েছে। এরপর পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ
ঘটনায় একটি মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পুরোনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা হয়েছে। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সরকার জানান, কারা কী কারণে গুলি চালিয়েছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন আরও অন্যান্য খবর: