সামশেরগঞ্জ: স্নান করতে এসে গঙ্গা নদীতে তলিয়ে গেল দুই নাবালক। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ২ নম্বর ওয়ার্ডের লক্ষীনগর এলাকার গঙ্গা নদীতে। মর্মান্তিক ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে খেলতে এসে গঙ্গায় স্নান করতে নামে দুই নাববালক সহ এলাকারই আরও কয়েকজন। ওই দু’জন হঠাৎ জলে তলিয়ে গেলে বাকি বন্ধুরা ভয়ে পালিয়ে যায়। এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বিষয়টি জানতে পেরে গঙ্গা নদীর কাছে এসে দেখে নদীর ধারেই তাদের জামা কাপড় রাখা রয়েছে। খবর দেওয়া হয় সামসেরগঞ্জ থানার পুলিশকে। ওই দুই নাবালকের নাম সাবির শেখ ও এনাইত শেখ। তাদের উভয়েরই বাড়ি ধুলিয়ান পুরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায়। ওই দুই নাবালকের খোঁজে গঙ্গা নদীতে এখনও তল্লাশি চলছে।
আরও পড়ুন: সইফুদ্দিনকে খুনের কথা শিকার শাহরুলের