
বাঁকুড়া : স্নান করতে নেমে বাঁকুড়ার রণডিহা জলাধারে তলিয়ে যাচ্ছিলেন দুই পর্যটক। স্থানীয় মৎস্যজীবীদের তৎপরতায় দুজন প্রাণে বাঁচলেও রণডিহায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত বাঁকুড়ার রণডিহা জলাধার। দামোদর নদের এই জলাধারে সারা বছরই আনাগোনা লেগে থাকে পর্যটকদের। ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এই জলাধার ছিল পর্যটক ও পিকনিকপ্রেমী মানুষের ভিড়ে ঠাসা। সোমবার পিকনিক করতে আসা দুই যুবক রনডিহা জলাধারে স্নান করতে নামেন। মুহূর্তে তাঁরা জলে তলিয়ে যেতে থাকেন। তৎক্ষণাৎ বিষয়টি নজরে আসে স্থানীয় মৎস্যজীবীদের। দ্রুত নৌকা নিয়ে গিয়ে ডুবন্ত ওই দুই যুবককে প্রাণে বাঁচান।
এই ঘটনায় পর থেকে রনডিহা জলাধারে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এরকম ঘটনা প্রায়ই ঘটে বলে স্থানীয়দের অভিযোগ। প্রশাসনকে বহুবার জানিয়েও কোনও সুরাহা মেলেনি।
আরও অন্য খবর দেখুন