জলপাইগুড়ি: ফের সরকারি জমি দখল করে বিক্রি করার অভিযোগে গ্রেফতার হল আরও দুজন তৃণমূলের স্থানীয় নেতা। সোমবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ এবং এনজেপি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দুই নেতাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন ফুলবাড়ি এক অঞ্চলের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি মহম্মদ আহিদ। এছাড়া আরও এক তৃণমূল নেতা নাসির আহমেদ। মঙ্গলবার ধৃতদের জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়।
কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকেই ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় সরকারি জমি দখলের কথা ধরেন। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন। তারপর থেকেই পুলিশের পক্ষ থেকে সরকারি জমি দখলদারদের গ্রেফতার শুরু করে। তৃণমূলে নেতা দেবাশিস প্রামাণিক, গৌতম গোস্বামী থেকে শুরু করে বিজেপি নেতাও গ্রেফতার হন। আবার নতুন করে দুজন তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের জেলা আদালতে তুলে তদন্ত শুরু করে পুলিশ। এদিন আদালত চত্বরে গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের নিজেদের নির্দোষ বলে দাবি করেন। তাঁদের উল্টো সাফাই সরকারি জমি বিক্রি করা হয়নি।
আরও পড়ুন: বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি, রাধিকাপুর-বারসইয়ের রেল যোগাযোগ বিচ্ছিন্ন