কলকাতা: বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার দোষী সাব্যস্ত করল জাতীয় নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরকে অশালীন ভাষায় আক্রমণ করার অভিযোগ ওঠে।সে কারণে তাঁকে ২৪ ঘণ্টার জন্য নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ দিল কমিশন।
আগামী ২১ মে বিকেল ৫টা থেকে প্রচার করতে পারবেন না প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবারই বিজেপি প্রার্খী শোকাজের উত্তর পাঠিয়েছিলেন। এর উত্তরে সন্তুষ্ট হননি কমিশন।
আরও পড়ুন: কয়ালা কাণ্ডে সিবিআইয়ের উপর ক্ষুব্ধ আদালত
উল্লেখ্য, একটি ভিডিওতে অভিজিৎকে বলতে শোনা যায় (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতাটিভি) তৃণমূল বলছে রেখা পাত্রকে কেনা হয়েছে ২০০০ টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও। তোমার হাতে কেউ আট লক্ষ টাকা গুঁজে দিলে চাকরি হয়। কেউ ১০ লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায়। কেন তোমার দাম ১০ লক্ষ টাকা ? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করাও বলে। রেখা পাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে সেজন্য তাঁকে ২০০০ টাকায় কেনা যায়? কমিশন জানিয়েছে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোটের সময় জারি থাকা আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে।
দেখুন আরও অন্যান্য খবর: