হাওড়া: মহালয়ার গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মঙ্গলবার গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা সহ তিন বাইক আরোহীর। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে বালি থেকে ডানকুনির দিকে যাওয়ার পথে সিসি আর ব্রিজের উপর। পুলিশের অনুমান, পিছন থেকে কোনও ভারী গাড়ি তাঁদের বাইকে এসে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। নিশ্চিন্দা থানা এবং বালি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা তাঁদের উদ্ধার করে উত্তরপাড়া জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সুজয় মজুমদার, রিঙ্কি মজুমদার এবং সৌরভচন্দ্র দাস। এরা সকলেই লিলুয়ার আনন্দনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে এখনও ঘাতক গাড়িটির খোঁজ মেলেনি। পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: শহর থেকে জেলা, বৃষ্টি উপেক্ষা করেই মহালয়ায় ঘাটে ঘাটে চলছে পিতৃতর্পণ