আলিপুরদুয়ার: বীরাঙ্গনা সম্মান নিয়ে আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় ফিরলেন তিন কন্যা। তাঁরা প্রত্যেকেই চা বাগান এলাকার বাসিন্দা। সামাজিক প্রতিকূলতাকে তোয়াক্কা না করে নিজেদের প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর ঈশিকা ছেত্রী, উমা গোরে এবং দীপিকা তেলি। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের (State Child Rights Protection Commission) উদ্যোগে কলকাতায় (Kolkata) তাঁদের বীরাঙ্গনা সম্মান প্রদান করা হয়েছে।
এই তিনকন্যা জেলার মেয়েদের কাছে এখন আইকন। কালচিনি ইউনিয়ন অ্যাকাডেমির অষ্টম শ্রেণির ছাত্রী ঈশিকা ছেত্রী। এলাকার সমাজ পরিবর্তনের এক উজ্জ্বল মুখ সে। বাগানের অনেক পুরুষ জুয়ার নেশায় আসক্ত থাকে, যা চোখের সামনে সে দেখেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছিল কিশোরদের উপর। ঈশিকা স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য। জুয়ার বিরুদ্ধে সে ও তার দল অভিযান চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: মর্মান্তিক! ১১ বছরের শিশুকে সিগারেটের ছ্যাঁকা দিয়ে খুন
অন্যদিকে ক্যারাটেতে পারদর্শী উমা গোরে। সে মাঝেরডাবরী চা বাগানের বাসিন্দা। তার ও ক্যারাটে শেখার মাঝে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল দারিদ্র। কিন্তু মনের অদম্য ইচ্ছে দারিদ্রকে পরাজিত করে। এখন সে বাগান এলাকার মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছে।
আলিপুরদুয়ার ডিমা চা বাগানের বাসিন্দা দীপালি। সমাজের প্রচলিত ছক ভেঙে পোশাক পরতে, ফুটবল খেলতে স্বচ্ছন্দ। অন্য মেয়েদের ফুটবল খেলার প্রতি আগ্রহী করতে পেরেছে সে। এই তিন ‘বীরাঙ্গনা’ যে স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত, সেই সংস্থার বাকি সদস্যরা ভীষণ খুশি এই সম্মান মেলার পর।
দেখুন অন্য খবর: