নওদা: পুজোর প্রাক্কালে কংগ্রেস শিবিরে ভাঙন। বুধবার রাতে নওদা ব্লকের চাঁদপুর অঞ্চল তৃণমূল কার্যালয়ের ৯ নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ৩ জন কংগ্রেস সদস্য রেবতী হালদার, আসরাফুল সেখ ও পাপিয়া বিবি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানালেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজামান সেখ।
এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি সইদুল ইসলাম। ওই গ্রাম পঞ্চায়েতে মোট ২০টি আসনের মধ্যে তৃণমূলের ছিল ৭টি, কংগ্রেসের ১১টি, আরএসপি ২টি আসনে জয়ী হয়। বাম -সমর্থিত কংগ্রেসের পঞ্চায়েত বোর্ড গঠন হয়। বুধবার কংগ্রেসের ৩ জন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূল ও বিরোধী শিবির সমান সমান আসন হল।
আরও পড়ুন: পুজোর আগে উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং শুরু আজ
উল্লেখ্য, নওদা ব্লকের মোট ১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯টি পঞ্চায়েত তৃণমূলের দখলে। এখন চাঁদপুর গ্রাম পঞ্চায়েত বাম-কংগ্রেস জোটের থাকবে নাকি তৃণমূলের হবে সেটাই দেখার।
দেখুন আরও অন্যান্য খবর: