
কালিয়াচক: গঙ্গায় (Ganga) ডুবে মৃত্যু তিন স্কুল পড়ুয়ার। শনিবার ঘটনাটি ঘটেছে তিন নম্বর ব্লকের অন্তর্গত বীরনগর ১ গ্রাম পঞ্চায়েতের সরকার টোলা এলাকায়।
স্থানীয় সূত্র জানা গেছে, এদিন আট জন ছাত্র স্কুল শেষে পার্শ্ববর্তী গঙ্গায় স্নান করতে আসে। এরই মধ্যে তারা স্নান করতে নামলে ঘটনাস্থলে পাঁচজন তলিয়ে যেতে থাকে। তখনই বাকি তিনজন উপরে উঠে চিৎকার করতে শুরু করে। এরপরেই তাদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। স্থানীয়রায় কোনওক্রমে দুইজনকে বাঁচালেও তিনজনের কোনও হদিস পাওয়া যায়নি।
আরও পড়ুন: জেলমুক্তির পর ফের জীবন বিজ্ঞানের ক্লাসে জীবন
জানা গিয়েছে, ওই তিনজনের নাম আকাশ সাহা (১৪), কৃষ্ণ সাহা (১৪) এবং আকাশ মণ্ডস (১৫)। এরা প্রত্যেকেই বীরনগর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। গঙ্গায় নেমে তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যে ওই তিন পড়ুয়ার পরিবারের লোকজনকে জানানো হয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: