ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবারের সুলতানপুরর মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎসজীবীরা। মঙ্গলবার সুলতানপুর মৎস্যবন্দরে ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন মৎসজীবীরা। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সকলেই ফিরে এলেও তিনটি ট্রলারে থাকা মোট ৪৯ জন মৎস্যজীবীর কোনও সন্ধান পাওয়া যায়নি এখনও পর্যন্ত। সোমবার সকালে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যেরা জোড়ো হয়ে কান্নায় ভেঙে পড়েন। তাঁদের অভিযোগ, প্রশাসনের তরফে কোনও খবর দেওয়া হচ্ছে না।
মৎস্যজীবীদের পরিবারের তরফে জানা গিয়েছে, গত মঙ্গলবার সুলতানপুর মৎস্যবন্দর থেকে গভীর সমুদ্রের উদ্দেশে রওনা দিয়েছিল একটি দল। রবিবারের মধ্যে ফিরে আসার কথা ছিল। বাকি মৎস্যজীবীরা ফিরে এলেও খোঁজ পাওয়া যায়নি ওই ৪৯ জনের। ইতিমধ্যে ওই মৎস্যজীবীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। সোমবার হেলিকপ্টার নিয়েও তল্লাশি করা হয়।
আরও পড়ুন: ডিস্কো ড্যান্স করে আন্দোলন বেশি দূর যায় না, বেফাঁস মন্তব্য তৃণমূল বিধায়ক তাপসের
কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, তিনটি ট্রলারের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। ওই তিনটি ট্রলারে মোট ৪৯ জন মৎস্যজীবী রয়েছেন। আজ সকাল থেকে উপকূল রক্ষী বাহিনী হেলিকপ্টার নিয়ে সমুদ্রে তল্লাশি চালাবে বলে জানা গিয়েছে। এছাড়াও মৎস্যজীবী সংগঠন গুলির পক্ষ থেকে পাঁচটি ট্রলার তল্লাশির জন্য সমুদ্র পাড়ি দেবে।
তিনি আরও বলেন, এই প্রাকৃতিক দুর্যোগে আরও চারটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। তবে কোন ট্রলার গুলি নিখোঁজ রয়েছে তা জানার চেষ্টা চলছে।