হাবড়া: ফের ধর্ষণ কাণ্ডের ঘটনায় উত্তেজনা রাজ্যে। এবার উত্তর ২৪ পরগনার হাবড়ার রাজবল্লভপুরে সাত বছরের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাবড়ার রাজবল্লভপুর হাই স্কুলের পিছনে ওই নাবালিকাকে ধর্ষণ করে এলাকারই এক যুবক সতীশ সরকার(৩০)। জানা গিয়েছে, ওই যুবক তার বাড়ির সামনে থাকা সাত বছরের এক নাবালিকাকে বুধবার ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। বৃহস্পতিবার ওই যুবকের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এদিন অভিযুক্ত সতীশ সরকারকে স্বরূপনগর থানার পুলিশ গ্রেফতার করেছে। পরে যুবকের মা এবং দাদা জ্যোতিষ সরকারকে আটক করে হাবড়া থানার পুলিশ।
আরও পড়ুন: তাঁর বক্তৃতার অপব্যাখ্যা করা হচ্ছে, দাবি মমতার
ওই নির্যাতিতা আপাতত হাবড়া থানায় রয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে তার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। এখনও চলছে অবরোধ। পুলিশ সূত্রে খবর, ওই যুবক দশ বছর আগে একটি ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছিল।
দেখুন আরও অন্যান্য খবর: