skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollপানীয় জল খেয়ে অসুস্থ ৭০
Drinking Water Problem

পানীয় জল খেয়ে অসুস্থ ৭০

Follow Us :

ভাতার: ভাতারের কালুকতাক গ্রামে পানীয় জল পান করে অসুস্থ হয়ে পড়েলেন প্রায় ৭০ জন মানুষ। সোমবার গ্রামে মেডিক্যাল ক্যাম্প শুরু হয়। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। গত বেশ কয়েকদিন ধরে ভাতারের কালুকতাক গ্রামে মূলত শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। এর মধ্যে ডায়রিয়া ও জন্ডিস রোগীর সংখ্যা বেশি রয়েছে।

প্রায় ৭০ জন মানুষ আক্রান্ত হয়ে পড়েছেন বলে জানান গ্রামের মানুষজনরা। রবিবারই বিষয়টি প্রশাসনের কানে যায়। এরপরই গতকাল আশা কর্মীরা গ্রামে গিয়ে সার্ভে করেন। সোমবার স্বাস্থ্যকর্মীরা গ্রামে ক্যাম্প করে। এর মধ্যে তিনজন জন্ডিস রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে বর্ধমান মেডিক্য়াল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন: প্রমাণ দিক কোথায় টাকার কথা বলা হয়েছে, নির্যাতিতার পরিবারকে চ্যালেঞ্জ মমতার

তবে স্বাস্থ্য দফতরের মানুষজন এলেও গ্রামে পিএইচই প্রকল্পের কোনও আধিকারিক আসেননি বলে দাবি গ্রামের মানুষজনদের। বর্তমানে বাড়িতে এখনও অসুস্থ হয়ে রয়েছেন প্রায় ৩০ জন।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular